তুরস্কে রানঅফ ভোট শেষ, এগিয়ে এরদোয়ান

সিলেট মিরর ডেস্ক


মে ২৮, ২০২৩
১১:১১ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২৩
১১:১১ অপরাহ্ন



তুরস্কে রানঅফ ভোট শেষ, এগিয়ে এরদোয়ান


নতুন প্রেসিডেন্ট বেছে নিতে তুরস্কে রানঅফ ভোট শেষ হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে ভোট গণনার পর বেসরকারি ফল ঘোষণা শুরু হয়েছে। ৯২ দশমিক ৯৬ শতাংশ ভোট গণনার পর এগিয়ে রয়েছেন এরদোয়ান। এর মধ্যে তিনি পেয়েছেন ৫২ দশমিক ৫০ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৫০ শতাংশ ভোট। খবর আল-জাজিরার

এদিন সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টার দিকে শেষ হয়। এই পর্বে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এবং ছয় দলীয় জোটের প্রার্থী কিলিচদারোগলু।  

গত ১৪ মে'র প্রথম দফা ভোটে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ, কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ এবং সিনান ওগান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়েছিলেন। কেউ ৫০ শতাংশের বেশি না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট। ৬৪ মিলিয়ন ভোটারের মধ্যে ৮৮ দশমিক ৮৪ শতাংশ ভোট দিয়েছিলেন।

প্রথম দফার ভোটে তৃতীয় স্থানে থাকা প্রেসিডেন্ট প্রার্থী সিনান ওগান পরে এরদোয়ানকে সমর্থন জানান। 

রানঅফেও মোট ভোটারের সংখ্যা ৬৪ মিলিয়ন। তুরস্কের ইতিহাসে এটিই প্রথম রানঅফ।


এএফ/১১