ক্যাশলেস ও পেপারলেস বিশ্ববিদ্যালয় হবে শাবিপ্রবি: উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি


মে ৩১, ২০২৩
১০:৪৯ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২৩
১০:৪৯ অপরাহ্ন



ক্যাশলেস ও পেপারলেস বিশ্ববিদ্যালয় হবে শাবিপ্রবি: উপাচার্য


শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) সত্যিকারের ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে সকল কার্যক্রমকে ক্যাশলেস ও পেপারলেস করা হচ্ছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আজ বুধবার (৩১ মে) কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন এবং তথ্য অধিকার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে এ কথা বলেন উপাচার্য। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে একটি সত্যিকারের ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে আমরা শিক্ষক-কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়কে ক্যাশলেস ও পেপার বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম (ডিজিটাল সেবা) শুরু হয়েছে।’

এতে শিক্ষার্থীরা ভর্তি ফি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি ডিজিটাল মাধ্যমেগুলো দিয়ে পরিশোধ করতে পারছে জানিয়ে তিনি বলেন, ‘দেশের যে কোন জায়গা থেকে টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছে। এছাড়া আমাদের বর্তমান কার্যক্রমগুলো ডি নথি এবং ই নথির মাধ্যমে করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমানের তুলনায় সামনে এ সুবিধা আরো বাড়বে। শিক্ষার্থীরা যাতে মুহুর্তেই তাদের সার্টিফিকেট থেকে শুরু করে তাদের কাগজপত্র ঘরে বসেই পায় সে লক্ষ্যে কাজ করছি। এতে নামেমাত্র ফি পরিশোধ করে এ সেবা নিতে পারবে। এক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা সবচেয়ে বেশি দরকার। এখন শিক্ষক-কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহী করতে তাদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। এখন কাজ করে এগিয়ে যাওয়ার সময়।’

কর্মশালায় এপিএ উদ্ভাবন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ. ফ. ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ পরিচালক মো. গোলাম দস্তগীর, সিনিয়র সহকারী পরিচালক মো. মামুন উপস্থিত ছিলেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এএফ/০৪