সিলেট মিরর ডেস্ক
জুন ০৬, ২০২৩
০৬:২২ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২৩
০৬:৩৪ অপরাহ্ন
সিলেট নগরীতে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জুন) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মইয়ারচর সাকিনের শফিকুর রহমান শফিক (৫৪), আমিনা আক্তার (২২), নলকট গ্রামের আল আমিন (২২), তারেক (১৮), জুবায়ের (১৪) এবং পালপুর গ্রামের মারজান (১৪)।
এদের মধ্যে তারেক, জুবায়ের এবং মারজান ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৪ জুন) নগরীর জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার মুহিবুর রহমানের ছোটবোনের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই সেন্টারে ছিলেন। তখন তাদের বাসার গ্রিল ভেঙে ঘরের প্রয়োজনীয় জিনিস ও নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। পরে পুলিশের সাড়াশি অভিযানে নগরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল হোতা মারুফকে গ্রেপ্তারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসই/০২