সিলেট মিরর ডেস্ক
জুন ০৬, ২০২৩
১২:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২৩
০৫:২৬ অপরাহ্ন
আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টার সরকারি কার্যালয়ে আজ মঙ্গলবার (৬ জুন) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অংশ নেন।
বৈঠকে আলোচনার বিষয় একটি গণমাধ্যম আইনমন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে, ‘শ্রম আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ছিল। সে সব বিষয় নিয়েই রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের বক্তব্য জানতে চেয়েছেন।’
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এই আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
এদিকে আইনমন্ত্রী ও বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে বৈঠক সেরে দুপুর মার্কিন দূতাবাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।
এএফ/০৪