২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় ব্রিটিশ এমপির পদত্যাগ

সিলেট মিরর ডেস্ক


জুন ১১, ২০২৩
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১১, ২০২৩
০১:৫৫ পূর্বাহ্ন



২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় ব্রিটিশ এমপির পদত্যাগ


ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য নাইজেল অ্যাডামস শনিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দেশটির শাসক দল কনজারভেটিভ পার্টির তিন সদস্য পদত্যাগ করলেন। 

অ্যাডামসের আগে শুক্রবার (৯ জুন) পদত্যাগের ঘোষণা দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও নাদিন ডরিস। অ্যাডামস ও ডরিস উভয়ে জনসনের মন্ত্রিসভার সদস্য ছিলেন। অর্থাৎ তারা জনসনের অনুগত হিসেবে পরিচিত। 

শনিবার এক টুইট বার্তায় অ্যাডামস বলেন, পদত্যাগের বিষয়টি আমি আজ চিফ হুইপকে জানিয়েছি। আমি পার্লামেন্টের সদস্যপদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছি।  

বিবিসি জানায়, পদত্যাগের কারণ হিসেবে জনসন বলেছিলেন, পার্টিগেট তদন্ত কমিটি আমাকে পার্লামেন্ট থেকে জোর করে বের করে দিয়েছে। 

প্রধানমন্ত্রী থাকাকালে করোনাভাইরাস মহামারিতে সামাজিক বিধিনিষেধ উপেক্ষা করে ডাউনিং স্ট্রিট অফিস ও বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। এ ঘটনায় পশ্চিমা গণমাধ্যমে পার্টিগেট কেলেঙ্কারি হিসেবে পরিচিত। পরে বিষয়টি প্রকাশ পেলে এর জেরে তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়।

সূত্র : বিবিসি


এএফ/০১