সিলেট মিরর ডেস্ক
জুন ১৫, ২০২৩
০৪:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২৩
০৬:৫০ অপরাহ্ন
লিবিয়ার ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের আবু তালহা আবদুল খালেক। সে পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে দুই লাখ লিবিয়ান দিনার পুরস্কার পায়। মঙ্গলবার (১৩ জুন) লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা দেয় দেশটির আওকাফ ও ইসলাম বিষয়ক সাধারণ পরিষদ।
গত ৪ জুন বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়।
এতে ছিল তিনটি ক্যাটাগরি, যা হলো ১০ কিরাতে কোরআন হিফজ, তাফসিরসহ কোরআন হিফজ ও পূর্ণ কোরআন হিফজ। এসব বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন যথাক্রমে লিবিয়ার সুহাইব মুহাম্মদ আবদুল করিম, যুক্তরাষ্ট্রের ইদিন শাহজাদ রহমান ও লিবিয়ার আবদুস সালাম ফাতহি আল-আমরানি। এতে সর্বমোট ১৩ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বিভাগের প্রথম স্থান অর্জনকারী যথাক্রমে তিন লাখ ও আড়াই লাখ লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন।
হাফেজ আবু তালহা রাজধানীর যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এর আগে গত বছরের ১৬ জুন লিবিয়ার আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।
এএফ/০২