সৌদিতে ঈদুল আজহা ২৮ জুন

সিলেট মিরর ডেস্ক


জুন ১৮, ২০২৩
১০:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২৩
১০:২৫ অপরাহ্ন



সৌদিতে ঈদুল আজহা ২৮ জুন
ইন্দোনেশিয়ার, মালয়েশিয়া ও ব্রুনেই চাঁদ দেখা যায়নি


সৌদির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ইয়াওমুল আরাফার মাধ্যমে মূল হজ শুরু হবে ২৭ জুন (মঙ্গলবার)। খবর খালিদ টাইমস ও গলফ নিউজের।

রোববার (১৮ জুন) রাতে হারামাইন শরিফাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১৯ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুয়াযী ৯ জিলহজ (২৭ জুন) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (২৮ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির আকাশে রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করেন।

গালফ নিউজের খবরে বলা হয়, আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র আরাফাত দিবস এবং ২৮ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। 

তাদের ঘোষিত সম্ভাব্য তারিখেই সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

এদিকে ইন্দোনেশিয়ার, মালয়েশিয়া ও ব্রুনেই এই তিন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ রোববার (১৮ জুন) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ।

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদ্‌যাপিত হয় ঈদুল আজহা।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

মালয়েশিয়া সরকারও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনেইতেও রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশেও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।

সোমবার ১৪৪৪ হিজরি সনের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, তাহলে দেশে ঈদ উদযাপিত হবে ৩০ জুন।

ইসলাম ধর্ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।


এসই/০৯