‘রক্তপাত এড়াতে’ মস্কো অভিমুখে যাত্রা থামাল ভাগনার গ্রুপ

সিলেট মিরর ডেস্ক


জুন ২৫, ২০২৩
০২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২৩
১২:৫৯ অপরাহ্ন



‘রক্তপাত এড়াতে’ মস্কো অভিমুখে যাত্রা থামাল ভাগনার গ্রুপ


রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করেছে ভাড়াটে আধাসামরিক বাহিনী ভাগনার গ্রুপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থততায় মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করতে রাজি হন ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোশিন।  

টেলিগ্রাম চ্যানেলে অডিওবার্তায় ‘রক্তপাত এড়াতে’ এই যাত্রা বন্ধের ঘোষণা দেওয়ার পরে দিনভর চলা উদ্বেগ, উত্তেজনার আপাত অবসান হলো। খবর- বিবিসি 

লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে রশিয়া ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর ভাগনার প্রধান প্রিগোশিন মস্কো অভিযান বন্ধ করতে রাজি হন। ভাগনার যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সম্মতি নিয়েই লুকাশেঙ্কো ও প্রিগোশিন এ বিষয়ে আলোচনা করেছেন। উত্তেজনা কমাতে সম্ভাব্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা হবে। 

এর আগে শনিবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার বিদ্রোহ ঘোষণা করে। দলবল নিয়ে ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর দিকে এগুতে থাকেন। ভাগনার বাহিনীর সৈন্যরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে এই খবর প্রকাশিত হওয়ার পর গোটা মস্কো অঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী’ বিশেষ সতর্কতা জারি করা হয়। জোরদার করা হয়েছে নিরাপত্তা। মস্কোতে পূর্বনির্ধারিত সবধরনের গণ-জমায়েত ও অনুষ্ঠান ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে, মস্কোর মেয়র সবাইকে শহরের ভেতরে ঘোরাঘুরি করতে নিষেধ করেছেন। মস্কোর মেয়র সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন। শহরের বেশ কিছু রাস্তা এবং অঞ্চল যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।’ 


এএফ/০২