সিলেট মিরর ডেস্ক
জুন ৩০, ২০২৩
০৮:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২৩
০৬:৩৪ অপরাহ্ন
সুদান থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার শেষ ধাপে আরও ১৫৯ জনকে নিরাপদে ঢাকায় আনা হচ্ছে। তাদের প্রথম দলটি শুক্রবার (৩০ জুন) এবং দ্বিতীয় দলটি শনিবার (১ জুলাই) দেশের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
বৃহস্পতিবার (২৯ জুন) তিনি জানান, সুদান থেকে ৮০ জন বাংলাদেশি শুক্রবার দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে। আর দ্বিতীয় ব্যাচে রয়েছেন ৭৯ বাংলাদেশি, যারা শনিবার ঢাকা আসবেন।
উল্লেখ্য, সুদানে যুদ্ধাবস্থার কারণে মে মাসে প্রায় ৮০০ বাংলাদেশিকে সেখান থেকে নিরাপদে সৌদি আরব হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
এএফ/০১