সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৭, ২০২৩
০৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৭, ২০২৩
০৬:৩৭ পূর্বাহ্ন
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘মানুষ ভোট দিলে নৌকা জিতবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বলেন, ‘ভোট তো সব সময় নৌকায় দিয়েছি। ভোট দিয়ে ভালো লাগছে। তবে নৌকায় ভোট দেওয়াটা আমার জন্য বড় কথা।’
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘সকালে কয়েকটা জায়গায় ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালে বৃষ্টি হয়েছে, সে কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল। গুলশান, বনানী এবং বারিধারার লোকজন এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠে। সে কারণে ভোটার উপস্থিতি সকালের দিকে কিছুটা কম। তবে কালাচাঁদপুর, নদ্দা, ভাসানটেক, মাটিকাটা, মানিকদি এসব এলাকায় ভোটার উপস্থিতি স্বাভাবিক ছিল। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ মনে হচ্ছে। তবে এখন পর্যন্ত ভালো ভোট পড়েছে বলে আমি মনে করছি।’