গণঅধিকারের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২০, ২০২৩
০৭:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২৩
০৭:০৬ পূর্বাহ্ন



গণঅধিকারের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়েছে ফারুক হাসানকে।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক ভার্চুয়াল সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

ওই সভার সভাপতিত্ব করেন সংগঠনের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (২০ জুলাই) রেজার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের দপ্তরের সহসমন্বয়ক শাহাবদ্দিন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

সম্প্রতি নুরুল হক নুরের অনুসারীরা অভিসংশন করে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে বাদ দিলে গণঅধিকার পরিষদ বিভক্ত হয়ে পড়ে। এখন সংগঠনের অপর অংশের নেতৃত্বে আছেন সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

আরসি-০৮