‘নেতাকর্মীর ভিড়ে’ ভেঙে পড়ল তারুণ্যের সমাবেশের মঞ্চ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২২, ২০২৩
০৪:৪৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২৩
১০:৪৮ অপরাহ্ন



‘নেতাকর্মীর ভিড়ে’ ভেঙে পড়ল তারুণ্যের সমাবেশের মঞ্চ


সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির অঙ্গসংগঠনের তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। অতিরিক্ত নেতাকর্মী ওঠার কারণে মঞ্চ ভেঙে পড়েছে বলে অভিযোগ। 

আজ শনিবার (২২ জুলাই) সমাবেশ শুরুর আগেই দলীয় নেতাকর্মীদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে আবার এটি ঠিক করা হয়।

এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে  বাংলা টিভি'র সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার (৪৪), ছাত্রদলকর্মী নাঈম হোসেন (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আহত দুজনের মধ্যে নাঈমের বাঁ পা ভেঙে গেছে। তাকে ভর্তি করা হয়েছে। সাংবাদিক শিউলির বাঁ পায়ের গোড়ালি মচকে যায়। আমরা তাদের প্লাস্টার করে দিয়েছি ‘

আহত নাঈম রামপুরা এলাকার বাসিন্দা। নিজেকে ছাত্রদল কর্মী দাবি করে তিনি বলেন, স্টেজের পেছনের দিকে ছিলাম। হঠাৎ স্টেজটি ধসে পড়ে। অনেক নেতাকর্মী মঞ্চে উঠে পড়ায় এমনটি হয়েছে।

এদিকে আজ দুপুর ২টার পর এ সমাবেশ শুরু হয়। কর্মসূচিটি আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

নির্ধারিত সময়ের আগেই ঢাকার এই তারুণ্যের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা লোকারণ্য হয়ে যায়।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ


এএফ/০৪