ভারতে চলন্ত ট্রেনে বাংলাদেশি নারীর সন্তান প্রসব

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৩, ২০২৩
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২৩
০১:২২ পূর্বাহ্ন



ভারতে চলন্ত ট্রেনে বাংলাদেশি নারীর সন্তান প্রসব


ভারতের মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পথে চলন্ত ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন এক বাংলাদেশি নারী।

জানা গেছে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা ওই নারীর নাম মঞ্জিলা খাতুন। তিনি তার স্বামী রেজাউল করিমের সঙ্গে শনিবার চিকিৎসা শেষে মুম্বাই মেইল ট্রেনে হাওড়া যাচ্ছিলেন।

ট্রেনের যাত্রীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় মেচেদা স্টেশনে ঢোকার সময় মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয়। এরপর ট্রেনেই মধ্যে সন্তান প্রসব করেন ওই নারী।  

হাওড়া ডিভিশন সূত্রে জানা যায়, রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের তৎপরতায় মা ও সদ্যোজাতকে বাগনানের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। শিশুটি প্রি ম্যাচিউরড, তবে সুস্থ আছে। পরে নবজাতক ও তার মাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।


এএফ/০২