বিএনপি রাস্তা বন্ধ করলে তাদের রাস্তাও বন্ধ করা হবে: কাদের

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৮, ২০২৩
০৮:০৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২৩
০৮:০৯ অপরাহ্ন



বিএনপি রাস্তা বন্ধ করলে তাদের রাস্তাও বন্ধ করা হবে: কাদের


বিএনপি রাস্তা বন্ধ করার কোনো কর্মসূচি দিলে আওয়ামী লীগ তাদের চলার রাস্তাও বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘দেশি-বিদেশি যারা চোখ রাঙাচ্ছেন তাদের বলে দিতে চাই, চোখ রাঙাবেন না। আমাদের শিকড় মাটির অনেক গভীরে। বিএনপির নেতারা চোখ রাঙাচ্ছেন, ধমক দিচ্ছেন। সেই দিন শেষ হয়ে গেছে। কারও চোখ রাঙানির পরোয়া আওয়ামী লীগ করে না।’

আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে এসব কথা তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় দাঁড়াবেন, আমরা ছেড়ে দেব, আমরা সংঘাত চাই না। ২০১৪ সালে জনগণের জান-মাল রক্ষা করেছি। এবারও আমরা তা করবো।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণভবন কি তোমার বাবার? যতদিন জনগণ চাইবে, শেখ হাসিনা ততদিন গণভবনে থাকবেন। তোমার তারেক জিয়া কিছুই করতে পারবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন পেয়ে গেছো?’

তিনি বলেন, ‘খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া তত্ত্বাবধায়কের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া এক দফার বিরুদ্ধে খেলা হবে। বিএনপির এক দফা, নয়াপল্টনের কাদা-পানিতে আটকে গেছে। রাজনীতির খেলায় আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। রাজনীতির খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। তারেক রহমান ফখরুলকে বলেছেন, আন্দোলনে টাকার অভাব হবে না।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগুন নিয়ে যে আসবে, সেই আগুনে পুড়িয়ে দেবেন, ভাংচুর করতে এলে সেই হাত ভেঙে দেবেন।’

সমাবেশ থেকে ফেরার সময় শান্তিপূর্ণভাবে গন্তব্যে যেতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তার বক্তব্যের মাধ্যমেই কার্যত শান্তি সমাবেশ শেষ হয়।

মঞ্চে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এলাকায় যান, এখানে চেহারা দেখায়ে লাভ নাই। এখানে নমিনেশন নাই। এলাকা থেকে যাদের রিপোর্ট ভালো আসবে তাদের বিষয়ে বিবেচনা করবেন দলের সভাপতি।’


এএফ/০৮