সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৯, ২০২৩
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২৩
০৪:৫৮ অপরাহ্ন
পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। এই সময় পুলিশ একটি দোকানের ভেতর নিতে দেখা যায়।
ঘটনার কিছুক্ষণ পর সেখান থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় গয়েশ্বর চন্দ্র রায় কে। ঘটনার সময় বিএনপির এই নেতাকে হাসপাতালে যাচ্ছি বলতেও শোনা গেছে।
ধোলাইখালে আজ শনিবার(২৯জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে পুলিশ। পরে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া দেয়। সেসময় সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তার মাথা থেকে রক্ত ঝরতেও দেখা গেছে।
গাড়ি করে নিয়ে যাবার সময় পুলিশ হাসপাতালে নেয়া হচ্ছে বলেও জানান।
আরসি-০৪