সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৯, ২০২৩
০১:১৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২৩
০১:১৫ অপরাহ্ন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (২৯ জুলাই) বিএনপি নেতা গয়েশ্বর ও ডিবি প্রধান হারুনের একসঙ্গে বসে খাওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দেখা যায়।
ছবিতে দেখা যায়, শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র ডিবি প্রধানের সঙ্গে খাবার খাচ্ছেন। খাবারের মেনুতে ছিল খাসি, মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি। এছাড়া আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন ফলও ছিল খাবারের টেবিলে।
আরসি-০৮