সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৩, ২০২৩
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২৩
১১:৪১ পূর্বাহ্ন
জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে আগামী ১০ আগস্ট।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ও নেতাদের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন দ্রুত শুনানির জন্য আপিল বিভাগের কাছে অনুরোধ জানান।
তারা বলেন, জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ও নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। কিন্তু এর মধ্যেই তারা ৪ আগস্ট সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই আবেদনটি দ্রুত শুনানি হওয়া দরকার।
তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আগামী বৃহস্পতিবার আবেদনটি কার্যতালিকায় থাকবে।’
এর আগে গত ২৬ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।
এদিকে ওই মামলায় পক্ষভুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক।
এএফ/০৫