লটারি জিতে ১৭ হাজার কোটি টাকার মালিক

খেলা ডেস্ক


আগস্ট ১৪, ২০২৩
০৩:৪২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২৩
০৩:৪২ পূর্বাহ্ন



লটারি জিতে ১৭ হাজার কোটি টাকার মালিক


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ব্যক্তি গত মঙ্গলবার লটারিতে ১৫৮ কোটি ডলার জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৩৩৯ কোটি ৭২ লাখ টাকা। মেগা মিলিয়নস লটারি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ফ্লোরিডার এক ভাগ্যবান ব্যক্তি লটারিতে আনুমানিক ১৫৮ কোটি ডলার জিতেছেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, মেগা মিলিয়নসের লটারির টিকিট কেটে ২০১৮ সালে রেকর্ড ১৫৩ কোটি ডলার জিতেছিলেন এক ব্যক্তি।

কিন্তু ১৫৮ কোটি ডলার জিতে সেই রেকর্ড ভাঙলেন এবারের বিজয়ী।

কর্তৃপক্ষ জানিয়েছে, লটারি বিজয়ী ব্যক্তি চাইলে একসঙ্গে অথবা কিস্তিতে টাকা নিতে পারবেন। কিস্তিতে নিলে একসঙ্গে ৭৮ কোটি ৩০ লাখ ডলার নিতে পারবেন ওই ব্যক্তি। বাকি অর্থ আগামী ৩০ বছরে শোধ করা হবে।

প্রতি বছর মূল অর্থের সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ মুনাফা। মার্কিন সরকারের তথ্য বলছে, প্রতি ৩০ কোটি ৩০ লাখ বারের মধ্যে একবার মেগা মিলিয়নস জ্যাকপট জেতার সম্ভাবনা রয়েছে।

আরো সাতজন মেগা মিলিয়নসের লটারি জিতেছেন। তাঁদের মধ্যে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনার দুজন ২০ লাখ ডলার করে জিতেছেন।

বাকি পাঁচজনের প্রত্যেকে জিতেছেন ১০ লাখ ডলার করে। বেশির ভাগ বিজয়ী পুরো অর্থ তুলে নিতে চেয়েছেন। তবে এই অর্থ থেকে কেটে রাখা হবে কর। 

সূত্র : এএফপি



এএফ/০১