সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২০, ২০২৩
০৬:০৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২৩
০৬:০৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গদি হারানোর ভয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পায়ের তলার মাঠি সরে গেছে। তারা পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে আমাদের মায়ের মত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সরকার গদি রক্ষায় নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করেছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্র সফল হবেনা। গণবিষ্ফোরণে সরকারকে বিদায় নিতে হবে।
তিনি শনিবার রাতে মহানগরের আওতাধীন নবগঠিত ৩৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বলেন। বিএনপি নেতা ফখর উদ্দীন আহমদ পংকীর সভাপতিত্বে, ছাত্রদল নেতা এনামুল হক চৌধুরী সোহেল ও মাসুম আলী মাসুমের যৌথ পরিচালনায় খাদিমপাড়াস্থ সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা শুয়াইব আহমদ সোয়েব, রফিকুল ইসলাম রফিক, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, আক্তার আহমদ, জসিম উদ্দিন, আব্দুল মুনিম, সৈয়দ রহিম আলী রাসু, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, এমদাদুল হক ইমু, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি ও আহমেদ তানজিল । নবগঠিত ৩৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন, মো. ছালেক, আব্দুল বাসিত খান, মোহাম্মদ আনিস, আব্দুল মালেক, সাইফুল ইসলাম, জয়নাল আহমদ, দেওয়ান রফিক, আবিদুর রহমান, শরীফ উদ্দিন, মিজানুর রহমান মিজান, মাসুম আহমদ, জাবেল আহমদ, শিবলু মিয়া, বিলাল আহমদ, কয়েস আহমদ, মঈন উদ্দিন রাজু, শাহ আলম, মুহিবুর রহমান মুহিন ও জোহা প্রমূখ।
এএন/০৪