নয়াপল্টন থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২৩
০৪:৫৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২৩
০৪:৫৩ অপরাহ্ন



নয়াপল্টন থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা


বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হয়েছে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

শোভাযাত্রাটি ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হওয়ার কথা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ শোভাযাত্রা হচ্ছে। শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে জুমার নামাজের পর থেকে নয়াপল্টনে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ফেস্টুন, ব্যানার নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। 


এএফ/০৭