ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২৩
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৩
০১:১৫ পূর্বাহ্ন



ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ


ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) রাত আটটা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ।

বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ইমানুয়েল ম্যাখোঁ। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো—বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা।

দ্বিপক্ষীয় চুক্তি সই শেষে উভয় নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।


এএফ/০৭