সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩
০৬:২১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৩
০৭:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ফারিয়া আক্তারকে (১৭) ছয় দিন বেঁচে থাকার লড়াইয়ের পর হার মানতে হলো।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
ফারিয়া চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ফারিয়াসহ সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রীর সবার মৃত্যু হলো।।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। সর্বশেষ মারা গেল ফারিয়াও।
এএফ/০১