ট্রেনের ধাক্কায় মা নিহত, বেঁচে গেল কোলের শিশু

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২৩
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২৩
০৭:৩৫ অপরাহ্ন



ট্রেনের ধাক্কায় মা নিহত, বেঁচে গেল কোলের শিশু

- ফাইল ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সেতু পার হওয়ার সময় হঠাৎ করে পেছনে আসা পারাবত ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রুসনা বেগম (৩০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা শিশুসন্তান হাত থেকে ছিটকে গিয়ে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট নিয়ে যাওয়া হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভানুগাছ স্টেশনের দূরবর্তী রাজটিলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহত শিশুটির নাম আবিদ মিয়া (৫)। রুসনা কমলগঞ্জ সদর ইউনিয়নের রাজটিলা গ্রামের মৃত মো. মছদ্দর মিয়ার মেয়ে। তার স্বামীর নাম মামুন মিয়া। তার স্বামীর বাড়ি ছাতক উপজেলায়।

ইউপি সদস্য সুলেমান হোসেন ভুট্টো জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মছদ্দর মিয়ার মেয়ে রুসনা বেগম তার শিশুসন্তানকে নিয়ে সকালে বাড়ি থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়েছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন দুপুরে। ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি রাজটিলা এলাকায় শিশু কোলে নিয়ে রেল সেতু পার হওয়ার সময় পেছন থেকে সিলেটগ্রামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় কোলের শিশুটি হাত থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিলেটে রেফার করা হয়। নিহত রুসনার মরদেহ শ্রীমঙ্গল জিআরপি পুলিশ নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা দূর থেকে দেখছিলাম একজন মহিলা বাচ্চা নিয়ে রেল সেতু পার হচ্ছেন। এ সময় হঠাৎ পেছন থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে প্রবেশকালে ওই নারীর সাথে ধাক্কা লাগে। এতে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, পারাবত ট্রেনটি ধীরে আসছিল। ব্রিজ অতিক্রম করার সময় ইঞ্জিনের সাথে নারীর ধাক্কা লাগায় দুর্ঘটনাটি ঘটে।


এএফ/০৯