শারীরিক অবস্থার অবনতি, আবারও সিসিইউতে খালেদা জিয়া

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২২, ২০২৩
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২৩
০৬:২৬ অপরাহ্ন



শারীরিক অবস্থার অবনতি, আবারও সিসিইউতে খালেদা জিয়া

-ফাইল ছবি


শারীরিক অবস্থার অবনতির কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ’তে তাকে স্থানান্তর করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ কথা জানান।

দিদার জানান, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী  দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে।

কয়েকদিন আগেও খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

গত ৯ আগস্ট থেকে এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


এএফ/০৬