অগভীর ভূমিকম্পে এক মিনিট কাঁপল মিয়ানমার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৩, ২০২৩
০৩:১২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২৩
০৪:০৭ অপরাহ্ন



অগভীর ভূমিকম্পে এক মিনিট কাঁপল মিয়ানমার


মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে শনিবার একটি অগভীর ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও এএফপি সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রায় ৮০ মিলিয়ন মানুষের শহরটিতে অন্তত এক মিনিট স্থায়ী একটি কম্পন অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে, যার কেন্দ্রস্থল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে।

এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ। দেশটি টেকটোনিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত।

সূত্র : এএফপি


এএফ/১২