খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসা করতে দিতে হবে: ফখরুল

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৪, ২০২৩
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২৩
০৭:১৬ অপরাহ্ন



খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসা করতে দিতে হবে: ফখরুল

কোনো ছলচাতুরী করে লাভ নাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসা ব্যবস্থা করার হুশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিন, শুধু আমেরিকা নয়, দেশের জনগণও আপনাদের স্যাংশন দিচ্ছে, তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ, ডাক্তাররা বলেছে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার বাংলাদেশে আর চিকিৎসা নেই, তাকে বিদেশে না নেয়া গেলে বাঁচানো দুষ্কর হতে পারে বলেও জানান মির্জা ফখরুল।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। বাইডেন সাথে সপরিবারে ছবি তুলে খুব দেখেছিল। বলেছিলেন আর আমেরিকা যাবেন না, অথচ তিনি আমেরিকা থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর করা হলো।

ভিসা নীতি বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য অপমানজনক। আওয়ামী লীগের জন্য তাও আমাদের দেখতে হলো বলেও মন্তব্য করেন তিনি।

কিছু কিছু পুলিশ কর্মকর্তা একটা বেআইনি সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য দমন পীড়ন করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

আরসি-০৪