চুনারুঘাটের মালেক ও তাহের দুই ভাই কারাগারে

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৬, ২০২৩
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৩
০৩:২৫ পূর্বাহ্ন



চুনারুঘাটের মালেক ও তাহের দুই ভাই কারাগারে


চুনারুঘাটের রানীগাঁও ইউপি নির্বাচন পরবর্তী আতিকপুর গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা দরবেশ আলীকে মারপিট ও হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত জি.আর ৩৯/২২ (চুনাঃ) মামলার চাজর্শীটভুক্ত আসামী রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক আ. মালেক ও তার ভাই যুবলীগের সাবেক বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের প্রস্তাবিত কমিটির সেক্রেটারী মো. আবু তাহের সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের ৯ জানুয়ারি রাতে সাবেক মেম্বার আ. মালেকের নেতৃত্বে আবুল খায়ের, লিটন মিয়া, আবু তাহের, মোজাম্মেল, জাহাঙ্গীর আলম, রফিক মিয়াসহ ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা দরবেশ আলীকে তার বাড়ির পূর্ব দিকে রাঙ্গাপেটিয়া নামক রাস্তায় পেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় দরবেশ আলীর ছেলে রাসেল মিয়া বাদী হয়ে গত বছরের ২৯ জানুয়ারী চুনারুঘাট থানায় আ. মালেক ও তার ভাই আবু তাহের সহ মোট ১১ জন ও অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই লিটন রায় সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে এ বছরের ৬ জুন আদালতে আসামী আঃ মালেক ও তার ভাই আবু তাহের সহ মোট ১১ জন আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করলে, আদালতে চার্জশীটটি গৃহীত করে আসামী আ. মালেক ও আবু তাহেরের নামে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। আ. মালেক ও আবু তাহের উক্ত মামলায় গতকাল সোমবার আদালতে হাজির হলে, আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুরক্রমে জেল হাজতে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ও সাবেক মেম্বার আঃ মালেকের বিরুদ্ধে কুদ্দুস হত্যা মামলা, নারী কেলেঙ্কারীসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। মেম্বার থাকাকালীন সময়ে আঃ মালেকের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগে চাঁদাবাজি, মসজিদ উন্নয়নের টাকা, রাস্তা, ব্রীজ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও ভিজিডি কার্ডের চাল আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে এবং দুই সহোদরের বিরুদ্ধে এলাকায় নানান অভিযোগ রয়েছে। আ. মালেক ও তার ভাই আবু তাহেরকে জেল হাজতে প্রেরণ করায় এলাকায় নির্যাতিত শতাধিক মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

এএন/০৭