গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৩, ২০২৩
০৭:১২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
০৭:১২ অপরাহ্ন
সিলেট-৬ গোলাপগঞ্জ - বিয়ানীবাজারের আসনের নৌকার মনোয়ান প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর শাফি চৌধুরী এলিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গোল নির্ধারন করেছেন সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
শনিবার বিকেল ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আপনারা সবাই আমাকে রাজনীতিবীদ বানিয়েছেন। আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার পর থেকে আমি পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি চেষ্টা করেছি গত একবছরে কাঙ্খিত উন্নয়ন করার জন্য। বাধা গুলো চিহ্নিত করে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ ভাবে যদি কাজ করি তাহলে আমরা এগিয়ে যাবো। আমাদের যে জনশক্তি এবং মাটি রয়েছে এদুইটি সম্পদকে কাজে লাগাতে হবে। তাহলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এসময় সঠিক নেতৃত্বের অভাবে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার অন্য জায়গার তুলনায় উন্নয়নে পিছিয়ে রয়েছে উল্লেখ করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে সমর্থন দিয়ে প্রার্থী করার জন্য আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় বক্তব্যে দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ-পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হান্নান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক করিম আহমদ, পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুজেল আহমদ, সাহেদ আহমদ, যুবলীগ নেতা আপন ইকবাল তানভীর, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানি আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাইমিনুল হক তুষার। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে দেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবুল কাশেম লিপু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম চৌধুরী রিপন, বিশিষ্ট রাজনীতিবীদ আবদুলস শহীদ খান জিলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ উদ্দিন, শফি আহমদ চোধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তফা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদিকে এর আগে নেতাকর্মীদের নিয়ে মনজুর শাফি চৌধুরী এলিম ঢাকাদক্ষিণ বাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত প্রচারপত্র জনগনের মাঝে বিতরণ করেন।
এএন/১০/০৩১০২৩