সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৬, ২০২৩
০৭:০৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২৩
০৭:০৪ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সম্প্রসারিত ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে আহবায়ক কমিটি ঘোষণা করেছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন স্বাক্ষরে শুক্রবার নগরের ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা করা হয়।
গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন- ২৮ নং ওয়ার্ডে আহবায়ক হাজী মো. গৌছ মিয়া, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আকছার আহমদ, মোহাম্মদ সেলিম মিয়া অ্যাডভোকেট।
২৯ নং ওয়ার্ডে আহবায়ক তাহসিন আহমদ দীপু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: আব্দুস ছত্তার, লাহিনুর রহমান লাহিন, মো. মাজহারুল ইসলাম শাকিল।
৩০ নং ওয়ার্ডে আহবায়ক মো. ফজলুল করিম হেলাল, যুগ্ম আহবায়ক মো. বদরুজ্জামান শিশু, প্রমথ দাস, আফতাবুল কামাল রেকি।
৪০ নং ওয়ার্ডে আহবায়ক মো. শাহজাহান রহিম, যুগ্ম আহবায়ক মো. শামীম কবির, মাহমুদ হোসেন শাহীন, মো. সাদেক আহমদ।
৪১নং ওয়ার্ডে আহবায়ক আনা মিয়া, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রফু, মোহাম্মদ খসরুজ্জামান।
৪২নং ওয়ার্ডে আহবায়ক আব্দুর রহমান আনা মিয়া, যুগ্ম আহবায়ক শাহ রাজা মোহাম্মদ আব্দুর রব, হাজী গুলজার আহমদ, মতিউর রহমান।
উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে আহবায়ক কমিটির বাকি সদস্যদের নাম পূর্ণাঙ্গ করে মহানগর আওয়ামী লীগের নিকট জমা দানের জন্য নির্দেশ দেওয়া হয়।
এএন/০৪/০৭১০২৩