সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৭, ২০২৩
০৭:০০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২৩
০৭:০০ অপরাহ্ন
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেছেন, শোষণমুক্ত সমাজ গঠনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশ জনতার কল্যাণ সাধনে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। গণতন্ত্রী পার্টির অঙ্গীকার, দেশ হবে জনতার এ মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আগামীর সকল আন্দোলন সংগ্রামে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি শনিবার (৭ অক্টোবর) বিকেলে জেলা ৩নং বারহলে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরিফ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, কিশোরগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্ত।
সিলেট জেলা সাধারন সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর সভাপতি অধ্যক্ষ প্রাণ কান্ত দাস, সাধারণ সম্পাদক শ্যামল কপালী। স্বাগত বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির দপ্তর আজিজুর রহমান খোকন।
এএন/০৩/০৮১০২৩