পিটার হাসের সঙ্গে আজ বৈঠক হয়নি: মির্জা ফখরুল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১২, ২০২৩
১২:৫৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২৩
০৭:০৮ অপরাহ্ন



পিটার হাসের সঙ্গে আজ বৈঠক হয়নি: মির্জা ফখরুল


ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৃহস্পতিবার কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মির্জা ফখরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিব সমকালকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমার বৈঠক হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু এ খবর সঠিক নয়। আজ (বৃহস্পতিবার) তাঁর সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি।’


পূর্বের সংবাদ পড়ুন: পিটার হাসের সঙ্গে বৈঠক করলেন মির্জা ফখরুল


এর আগে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকের কথা জানায়। ঢাকার গুলশানের আমেরিকান ক্লাবে বেলা পৌনে ১টা থেকে প্রায় এক ঘণ্টা তাদের এই বৈঠক হয় বলে ওই সূত্র জানিয়েছিল। ওই সূত্রের বরাত দিয়ে বৈঠকের খবর প্রকাশ করা হয়েছিল।



এএফ/১৩