সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৩
১২:০৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
১২:০৯ অপরাহ্ন
অনশনে
বসেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে কেন্দ্র
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছেন তারা।
শনিবার
সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরের রেজিস্ট্রি মাঠে এ অনশন কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনশনে স্বাগত বক্তব্য দেন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
এসময়
নেতাকর্মীরা দ্রুত খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবি
জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
অনশন
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয়
সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক
দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর
আগে সকাল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী মিছিল সহকারে যোগ দেন।