কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হবে: মির্জা ফখরুল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৬, ২০২৩
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২৩
০৮:০৯ অপরাহ্ন



কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হবে: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পেছনে ফেরার আর সময় নেই। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হবে। এখন একটাই লক্ষ্য, সরকারের পতন। এজন্য দেশের জনগণকে সঙ্গে নিয়েই দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করা হবে।’ 

আজ সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কোনো শর্ত দিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, ‘আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ? সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতায় বসে আছেন। আগে আপনাদের পদত্যাগ করতে হবে। কারণ আপনারা অবৈধ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার জোরে দেশ চালাচ্ছেন।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়াকে যেভাবে আটকে রাখা হয়েছে সেটা অন্যায়, অবৈধ। এজন্য একদিন না একদিন জবাবদিহি করতে হবে আপনাদের। বিশেষ করে যে বিচারকরা ফরমায়েশি রায় দিয়েছেন।’  

শেখ হাসিনাকে নিয়ে কথা বলার জন্যই দলের কেন্দ্রীয় নেতা এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘কথা বললে কথা শুনতেও হবে। খালেদা জিয়াকে নিয়ে কথা বললে তার নেতা-কর্মীরা চুপ থাকতে পারে না।’ 

আন্দোলনের জন্য প্রস্তুত হতে তরুণ, যুবসমাজসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এবার ভোটচোরের কোনো ক্ষমা নেই। চুরি করতে দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনেই হবে নির্বাচন।’ 

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সারা দেশ থেকে যুবদলের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন। এসময় তারা নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে হাজির হন।


এএফ/১৬