সিলেট মিরর ডেস্ক
                        অক্টোবর ১৭, ২০২৩
                        
                        ০৩:৪৪ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : অক্টোবর ১৭, ২০২৩
                        
                        ০৩:৪৪ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজারে নয়, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি শনিবার ইপি সিলেট বিভাগীয় নারী উদ্যোক্তা সম্মেলন ও ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এন্টাপেনর এন্ড ই-কমার্স প্ল্যাটফরম (ইপি) এডমিন রনি রহমানের সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা অপর্না গুপ্তা ও কলি খানের যৌথ পরিচালনা উপস্থিত ছিলেন ইপি উপদেষ্টা মো. আব্দুল গফুর, মো রোমান মিয়া, করপোরেট ট্রেইনার মো. সাহিদুল ইসলাম শরীফ, জান্নাতুল ফেরদৌস পারিযা, বদরুল আহমদ বুলবুল প্রমুখ।
এএন/০৬/১৬১০২৩