সিলেট মিরর ডেস্ক
                        ডিসেম্বর ১৫, ২০২৩
                        
                        ০৮:০৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ১৫, ২০২৩
                        
                        ০৮:০৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশের সর্বপ্রথম গ্র্যান্ড অ্যাওয়ার্ড বঙ্গবীর ওসমানী স্বর্ণপদক-২০২৩ অনুষ্ঠান শনিবার (১৬ ডিসেম্বর) নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের জন্য নির্বাচিত জাতীয় কৃতি ব্যক্তিত্বরা হলেন, চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ মরহুম ব্রিগেডিয়ার অব. ডা. এ. মালিক, সাবেক সচিব, লেখক ও কবি এ. এইচ. মোফাজ্জল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক এবং ভাষাসৈনিক প্রফেসর মো. আব্দুল আজিজ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান ও মহাসচিব মো. জিয়ারত হোসেন খান।
এএন/০৩