কাকরাইলে নির্মাণাধীন ভবন থেকে মধ্যরাতে বিএনপির প্রায় ২০০ নেতা-কর্মী আটক: ডিবির হারুন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২৩
০৭:১৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২৩
০৭:২৮ পূর্বাহ্ন



কাকরাইলে নির্মাণাধীন ভবন থেকে মধ্যরাতে বিএনপির প্রায় ২০০ নেতা-কর্মী আটক: ডিবির হারুন


রাজধানীর কাকরাইলে যমযম গ্রুপের হোটেল ওকাদার একটি নির্মাণাধীন ভবন থেকে বিএনপির প্রায় দুই শ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ।  তিনি দাবি করেছেন, সেখান থেকে লাঠিসোঁটা,ভাঙা ইট, ককটেল ও চাল-ডালের বিপুল মজুত জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালায় ডিবি।

অভিযান শেষে কাকরাইল মোড়ে ওই ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদ।

হারুন অর রশিদের দাবি, নির্মাণাধীন ওই ভবনে সন্দেহভাজন লোকসমাগমের খবর পেয়ে অভিযান চালায় ডিবি। এ সময় পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন বিএনপি কর্মীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।  

ডিবি প্রধান দাবি করেন, এরপর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক করা হয় বিএনপির ১৮৪ নেতা-কর্মীকে। তাঁদের কাছে ককটেল, লাঠিসোঁটা, সরকারবিরোধী  ব্যানার ও চাল-ডালের বস্তা পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়েছে। আটকদের রমনা থানায় সোপর্দ করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, রাত ৩টা পর্যন্ত তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি।

অভিযানের সময় ঘটনাস্থলে পুলিশের দুটি ভ্যান দেখা যায়। পরে আটকদের সারিবদ্ধভাবে সেই ভ্যানে ওঠানো হয়। অভিযানে ডিবি পুলিশের তিন বিভাগের ডিসিসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এএফ/০১