ঢাকার রাস্তা ফাঁকা, গণপরিবহনও কম

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৮, ২০২৩
১২:২৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২৩
১২:২৫ অপরাহ্ন



ঢাকার রাস্তা ফাঁকা, গণপরিবহনও কম

নেই গণপরিবহন। হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে। ছবি : সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় দেশের বৃহৎ দুই দলের সমাবেশ চলছে। এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকা যেন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে! দুই-একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া আর কোনো গণপরিবহনের দেখা মিলছে না।

রাজধানীর মিরপুর, বনানী, মহাখালী, তেজগাঁও ও ফার্মগেট ঘুরে দেখা যায় মূল সড়কগুলো পুরোপুরি ফাঁকা। দুই-একটি বাস চলছে।

বেশিরভাগ বাস বন্ধ রয়েছে। যে বাসগুলো চলছে সেখানেও তেমন মানুষের দেখা পাওয়া যায়নি। বাসস্টান্ডগুলোতে যাত্রীরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও দেখা পাচ্ছে না বাসের। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকে হেঁটে যাচ্ছেন।

অনেকে আবার বাসায় ফেরৎ যাচ্ছেন। 

তেজগাঁও থেকে আগারগাঁও যাবেন নাসির উদ্দীন। তিনি বলেন, 'প্রায় ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কোনো বাস নেই। সিএনজিগুলো দিগুণ ভাড়া চাচ্ছে।' 

একই কথা জানান মহাখালী বাসস্ট্যান্ডে অপেক্ষা করা জুনায়েদ। তিনি বলেন, ‘সমাবেশ হচ্ছে পল্টন এলাকায়। কিন্তু আমরা এখানে ভোগান্তির শিকার হচ্ছি। বনানী থেকে বাস না পেয়ে এ পর্যন্ত হেঁটে এসেছি। আজকে গাড়ি পাবো কিনা সেটাই জানি না।’ 

এদিকে, বিভিন্ন অঞ্চলে গণপরিবহনগুলো দুই দলের সমাবেশে নেতাকর্মী নেওয়ার জন্য ব্যবহার করতে দেখা গেছে।


কালের কণ্ঠ/এএফ-০২