সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩
০২:৪০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২৩
০২:৪০ পূর্বাহ্ন
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি, হরতাল আহ্বান ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও আজকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরো কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করে। সমাবেশ চলাকালে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাও ঘটে।
এএফ/২০