সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩
০৩:৪৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২৩
০৬:০৫ পূর্বাহ্ন
-ফাইল ছবি
রাজধানীর গুলশানের বাসা থেকে আটক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য জানান।
মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘গুলশানের বাসা থেকে ডিবির একটি টিম রবিবার সকালে মির্জা ফখরুলকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘আজ সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে তাঁকেও আটক করে নিয়ে যায়।’
এএফ/০৩