সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২৩
০৫:৪৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২৩
০৫:৪৪ অপরাহ্ন
যুক্তরাজ্য বাংলাদেশে সকল পক্ষকে সংযম মেনে চলা ও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বিরোধী দল বিএনপির কয়েকজন নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের এক বৈঠকের পর ঢাকায় দেশটির হাইকমিশন ফেসবুক ও এক্স পোস্টে (সাবেক টুইটার) এ আহ্বানের কথা জানায়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত প্রায় ১০টায় ফেসবুক ও এক্স পোস্টে বলা হয়, হাইকমিশনার চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলোচনার জন্য বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আগামী জানুয়ারি মাসে হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠানের পরিবেশ তৈরির জন্য একযোগে কাজ করতেও যুক্তরাজ্য একই পোস্টে সকলের প্রতি আহ্বান জানায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে হাইকমিশনারের একটি ছবি যুক্ত করে করা এসব পোস্টে বৈঠকটি ঠিক কবে ও কখন হয়েছে তা বলা নেই। তবে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা জানায়।
বিএনপির অন্য নেতাদের মধ্যে কে কে বৈঠকে উপস্থিত ছিলেন তা হাইকমিশন বলেনি।
এএফ/০৩