সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৩, ২০২৩
০৫:২৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২৩
০৫:২৯ পূর্বাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ।
এর আগে আমীর খসরুর খোঁজে গুলশান ৮১ নম্বর রোডের একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এএফ/০৫