সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩
০৪:০৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২৩
০৩:৪৬ পূর্বাহ্ন
বাংলাদেশের রাজনৈতিক সংকট চলাকালীন আবারও ভিসানীতির কথা মনে করিয়ে দিল যুক্তরাষ্ট্র। দেশটির দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের ওপর ভিসানীতি প্রয়োগ করা হবে।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।
যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করে না।
এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র সব পক্ষকে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া সংলাপে বসার আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ভিসানীতির বিষয়টি স্মরণ করিয়ে বিবৃতিতে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসানীতি প্রয়োগ করা হবে।
এর আগে আজ বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের কাছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর পাঠানো চিঠি পৌঁছে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সন্ধ্যার পর একই চিঠি পাওয়ার কথা জানায় বিএনপি। তবে চিঠি পাওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি আওয়ামী লীগ।
কালের কণ্ঠ/এএফ-০১