আরিফুল হকের বাসায় হামলার ঘটনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২৩
০৯:২৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২৩
০৯:২৪ অপরাহ্ন



আরিফুল হকের বাসায় হামলার ঘটনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি। 

আজ বুধবার (২২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান সিলেট বিএনপি নেতৃবৃন্দ। 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ স্বাক্ষরিত বিবৃতে বলা হয়, ‘বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জনগণের শতষ্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার বিষয়টিকে ভিন্ন দিকে নিয়ে যেতেই এই অপকর্ম করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও জানাই। অবিলম্বে এঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বিএনপির নেতৃবৃন্দের বাসায় বাসা বাড়িতে পুলিশী তল্লাশি এবং পরিবারের মানুষের সাথে দুর্ব্যবহার করছে যা অত্যন্ত নিন্দনীয় । অবিলম্বে তা বন্ধ করতে হবে।’

এদিকে, অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আজও সিলেট নগরসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন ভিত্তিহীন মামলায় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় আক্তার মিয়া, রমজান আলী, হাফিজুর রহমান, সেবুল মিয়া, রুবেল আহমদ, এড শাহজাহান মিয়া, বাবুল মিয়া, দিলওয়ার হোসেন, মিন্টু মালাকার, জৈন্তাপুর উপজেলায় বিএনপির নেতা মোঃ রকিব আহমদ (মেম্বার), তৈয়ব আলী, দুলাল হোসেন,  আলী আকবর রাজন, রুহেল আহমদ, এমরান আহমদ, আরিফুর রহমান আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এই ‘গণ গ্রেপ্তারে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, ‘এইভাবে গ্রেপ্তার নির্যাতন চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না।’

অবিলম্বে দলীয় নেতাকর্মীদের গণ গ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা।



এএফ/১৩