হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৩, ২০২৩
০৪:৩৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২৩
১২:২১ অপরাহ্ন



হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

-ফাইল ছবি


হবিগঞ্জের ঢাকা-সিলেট রেল সড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে একটি মালগাড়ি সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ব্রিজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ রয়েছে। সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ছাড়েনি।

চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসলেও শ্রীমঙ্গলে এসে আটকা পড়বে। এই মুহূর্তে সিলেটগামী কোনো ট্রেন না থাকায় সেদিকে কোনো ট্রেন আটকা পড়েনি। তবে শেষ রাতে কয়েকটি ট্রেনের সিডিউলে সমস্যা দেখা দিতে পারে।

তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। রাত ১২টার দিকে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হবে।



এএফ/০৫