সিলেটের ১৯ আসনের নৌকার মাঝি চূড়ান্ত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৪, ২০২৩
০৬:১৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২৩
০৬:১৯ অপরাহ্ন



সিলেটের ১৯ আসনের নৌকার মাঝি চূড়ান্ত
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আওয়ামী লীগের সভা রবিবার


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট বিভাগের ১৯ আসন সহ দেশের ১০০ আসনের নৌকার মাঝি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আগামীকাল রবিবার মতবিনিময় সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ওইদিন সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। ওই সভায় দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও সভায় উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য ও মনোনয়ন প্রত্যাশীদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মনোনয়নপ্রত্যাশীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এএন/০৪/২৫১১২৩