কপাল খুললো সাঈদ খোকনের

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২৩
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২৩
০৯:০৩ অপরাহ্ন



কপাল খুললো সাঈদ খোকনের

ঢাকা ৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।

গত নির্বাচনে জোট সঙ্গী হিসেবে জাপাকে আসনটি ছেড়ে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র নানা কারণে বিতর্কিত হয়ে আওয়ামী লীগের গুড লিস্টের বাইরে ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর তিনি রাজনীতিতে আরেকটা সুযোগ পেলেন।

গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।  আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রার্থীদের চূড়ান্ত একটি এসেছে হাতে।

আরসি-০৬