এবারও নিক্সনের হোঁচট, নৌকার মাঝি জাফর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২৩
০৯:০৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২৩
০৯:০৮ অপরাহ্ন



এবারও নিক্সনের হোঁচট, নৌকার মাঝি জাফর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। 

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানও হয়েছেন। 

বরাবরের মতো এবারও এই আসনে নৌকার দাবিদার বর্তমান এমপি (স্বতন্ত্র) ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। 

দীর্ঘদিন ধরে এই দুই হেভিওয়েট নেতার লড়াই ফরিদপুর পেরিয়ে পুরো দেশে আলোচনার জন্ম দিয়েছিল। 

সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র থেকে নিক্সন চৌধুরী জেতার পর থেকে সবাই ধরে নিয়েছিল জাফর উল্যাহর রাজনীতি শেষ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবারও নৌকার মনোনয়ন পেলেন তিনি।

আরসি-০৭