সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৩
০৯:২২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
০৯:২৪ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত তালিকায় স্থান হয়নি বিভাগের ৫ জন দলীয় এমপির। মনোনয়ন বঞ্চিত এমপিরা হচ্ছেন সুনামগঞ্জ-১ আসনের ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-১ আসনের জয়া সেনগুপ্ত, মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমদ, হবিগঞ্জ-১ আসনে শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী), হবিগঞ্জ-২ আসনে আবদুল মজিদ খান। এছাড়া সিলেট-৫ আসনের বর্তমান এমপি হাফিজ আহমদ মজুমদার এবার দলীয় মনোনয়ন চাননি।
এএন/০৫