সিলেটে অবরোধের মশাল মিছিল থেকে ব্যাপক গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৬, ২০২৩
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২৩
০১:৫৯ অপরাহ্ন



সিলেটে অবরোধের মশাল মিছিল থেকে ব্যাপক গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ


বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলাকালে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ব্যাপক গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় অ্যাম্বুলেন্স,  সিএনজিচালিত অটোরিকশা, রিকশায় অগ্নিসংযোগ করা ছাড়াও ব্যাপক ভাঙচুর করে মিছিলকারীরা।

আজ রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাতটার দিকে নগরের পাঠানটুলা এলাকার দিক থেকে অবরোধের সমর্থনে একটি মশালমিছিল আসে। মিছিলটি সুবিদবাজার মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও পাঠানটুলা এলাকার দিক থেকে আম্বরখানাগামী একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। এ সময় পথচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই ছোটাছুটি করতে থাকেন। এ ছাড়া সড়কে চলাচল করা রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও অন্যান্য যানবাহন জেল রোড সড়কের দিকে না গিয়ে ঘুরিয়ে অন্যদিকে চলে যায়।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


এএফ/১১