কুলাউড়া প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৮, ২০২৩
০৪:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে পদত্যাগ করেছেন উপজেলা চেয়াম্যানের পদ থেকে।
মঙ্গলবার তিনি পদত্যাগ করেন এবং ২৮ নভেম্বর তাঁর পদত্যাগপত্র মন্ত্রণালয়ে গৃহিত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার ০২ কুলাউড়া নির্বাচনী আসনে নির্বাচন করতেই আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন একেএম সফি আহমদ সলমান।
উপজেলা চেয়ারম্যান ছাড়াও তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
এব্যাপারে একেএম সফি আহমদ সলমান জানান, আমি কুলাউড়ার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম আছি থাকবো। অবহেলিত এই জনপদের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। কুলাউড়ার মানুষ চাওয়া আমি সংসদ সদস্য পদে নির্বাচন করি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।
জেএইচজেড-০১/এএফ-০৭